পলাশ বাড়ৈ:: কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে মোবাইল আউট রিচ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী সামাজিক নিরাপত্তা সেবা মেলা ২০২৩ শুরু হয়েছে।
খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বুধবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেন।
এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ, কর্মসূচি কর্মকর্তা (ডিএম) আলবিনাথ ও জুনিয়র কর্মসূচি কর্মকর্তা পবিত্র কুমার মন্ডল।
মেলায় সামাজিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মকান্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। পরে প্রধান অতিথি মেলার সকল স্টল পরিদর্শন করেন মোবাইল প্রকল্পের মাঠ কর্মকর্তা প্রতাপ সেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেসিসির ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক, খুলনা নিউজ প্রিন্ট মিলস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহিনা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোস্তাক উদ্দিন, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, নগর স্বাস্থ্য কেন্দ্র খালিশপুর এর প্রকল্প ব্যবস্থাপক নাসরিন আক্তার, নগর স্বাস্থ্য ভবন খুলনার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার সহ প্রমূখ। এদিকে মেলার দ্বিতীয় অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply