পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বাস মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের দুটি হাত-পা ভেঙ্গে মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি বুধবার সকাল সাড়ে সাতটায় উপজেলার লক্ষীখোলা নামক স্থানে। আহতকে মুমূর্ষু অবস্থায় প্রথমে পাইকগাছা হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসক বলছে আহতের অবস্থা আশংকাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে। চালক পালিয়েছে।
পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম চক্রবর্তী জানান, বুধবার সকালে কয়রা উপজেলার বাগালী গ্রামেে আবুবক্কর সিদ্দিকী (৩৯) মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে পাইকগাছা উপজেলা লক্ষিখোলা নামক স্থানে পৌছালে কয়রা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস খুলনা মেট্র জ- ১৪- ১৮৮৮ সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেল চালকের দুটি হাত-পা ভেঙে যায়। এলাকার লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাহেরা ইয়াসমিন পিংকি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।
Leave a Reply