1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরে চোরাচালানকালে বিভিন্ন ধরনের দ্রব্যসামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড বাগেরহাটে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন চট্রগ্রামের বাঁশখালী থেকে দেশীয় অস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে সভা জনগণ দ্রুত সংস্কার চাইলে চলতি বছরের শেষে নির্বাচন-প্রধান উপদেষ্টা নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৫ বছর পূর্তি উপলক্ষ্যে শিশু বিশেষজ্ঞ ডাঃ কওসার আলীকে সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা)::চিকিৎসা পেশার ২৫ বছর পূর্তিতে নিজ প্রতিষ্ঠানে সংবর্ধিত ও কর্মকর্তা কর্মচারীদের শুভেচ্ছা সিক্ত হলেন পাইকগাছার কৃতি সন্তান শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী। শুক্রবার সকালে শুক্রবার সকালে নুরজাহান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর কর্মকর্তা কর্মচারীরা শিশু বিশেষজ্ঞ এ চিকিৎসককে সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ রোকনুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ আবু জাফর মোঃ সালেহ, স্ত্রী রোগ ও কনসালট্যান্ট সনোলজিস্ট ডাঃ জিনাত গুলশান, গাইনী চিকিৎসক ডাঃ মোঃ আব্দুর রব, সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, ময়নুল ইসলাম সরদার, নিপুণ সরকার, সিনিয়র স্টাফ নার্স শামীমা আক্তার সুমী, লিজা আক্তার, সহকারী স্টাফ নার্স পূজা সানা, ইতিকা সানা, জিএম আব্দুস সালাম, আব্দুল হালিম, রাখেশ সরকার, হরিপদ মন্ডল, তানভীর হোসেন, রবিউল ইসলাম, আব্দুর রহমান, সাথী, মাহমুদা খাতুন, ফাতেমা খাতুন, জোসনা খাতুন ও আরিয়ানা বেগম সহ বিভিন্ন ফার্মেসি কোম্পানির প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী উপজেলার রাড়ুলী গ্রামে ১৯৬৮ সালের ১৬ই জুন জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আলহাজ্ব আব্দুল গফুর গাজী ও মাতা মরহুমা নুরজাহান বেগম। ডাক্তার কওসার আলী ১৯৯৮ সাল থেকে চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি ১৯৯৪ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৯৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শিশুর স্বাস্থ্যের ওপর ডিসিএইচ স্নাতকোত্তর এবং ঢাকা শিশু হাসপাতাল থেকে দুই বছর মেয়াদী উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।২০০৭ সালে তিনি পাইকগাছা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে উপজেলা পরিষদ ও হাসপাতালের পাশে ১০ কাঠা জমির উপর নিজ মায়ের নামে নুরজাহান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন। অত্যাধুনিক মানের এ প্রতিষ্ঠানে বর্তমানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং অসংখ্য কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে। প্রতিদিন এলাকার অগণিত মানুষ অত্র প্রতিষ্ঠান থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। ডাক্তার কাওসার আলী বৃহত্তর খুলনা অঞ্চলে শিশু চিকিৎসা করে থাকেন। তিনি এ পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১০ হাজারেরও বেশি রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেছেন। চিকিৎসা পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৯ সালে তিনি দক্ষিণা পদক লাভ করেন। এ মাসেই তিনি চিকিৎসা পেশায় ২৫ বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষে নিজ প্রতিষ্ঠান নুরজাহান মেমোরিয়াল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এর কর্মকর্তা কর্মচারীরা শুক্রবার সকালে বিশেষজ্ঞ এ চিকিৎসককে সংবর্ধনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews