বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটে জুয়েলারি দোকানে কোটি টাকার স্বর্ণলঙ্কার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) গভীর রাতে শহরের রেলরোডস্থ প্রনব জুয়েলার্র্স নামে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
এসময় দোকানের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা সিন্দুক ও ডিসপ্লেতে থাকা প্রায় ৯০ভরি স্বর্ণ নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় প্রয় ১কোটি টাকা বলে দাবি করেছেন দোকান মালিকর প্রবীর সরকার। এদিকে চুরির খবর শুনে শনিবার (২৬ আগস্ট) সকালে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, সদর থানার ওসি তদন্ত মো: মহাসিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোকান মালিক প্রবীর সরকার বলেন, বৃহষ্পতিবার অনু মানিক রাত ১০ টায় দোকান বন্ধ করে বাড়ীতে যাই। শনিবার ভোর ৫ টায় স্থানীয় বাড়ীর এক লোক দোকানের পিছনে কাটা দেখে পাশের দোকানদারদের জানান। তাদের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি দোকানের দেওয়াল ভেঙ্গা, সিন্দুক ও ডিসপ্লেতে থাকা স্বর্ণ ও স্বর্ণালঙ্কার নেই।আমার দোকানে কোন কর্মচারী নেই। আমি ব্যাংকের লোন পরিশোধ করব কিভাবে এই বলে বিলাপ করেন প্রবীর সরকার।
প্রবীর সরকার আরো বলেন, দর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে প্রথমে সিসি ক্যামেরার ক্যাবল কেটে দিয়েছে। চাবি দিয়ে সিন্দুক খুলে স্বর্ণালঙ্কার ও স্বর্ণ নিয়েছে। কিন্তু এই সিন্দুকের চাবি আমার কাছে ছিল । তারা কোথায় চাবি পেল এই চিন্তায় হতবিহ্বল সবাই।
বাগেরহাট পুলিশের গোয়েন্দা কর্মকর্তা বাবুল আক্তার বলেন, চুরির বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ আনুসাঙ্গিক তদন্ত করে চোরদের শনাক্ত করার কথা বলেন তিনি।
Leave a Reply