বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি::বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২৭ আগষ্ট রবিবার বেলা ১১ টায় নারী কথা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
মাঠ পর্যায়ে পরীক্ষা মূলক বেতার অনুষ্ঠান সম্প্রচার এবং কমিউনিটির প্রতিক্রিয়া যাচাই এর লক্ষে ” নারী কথা ” সমতা ও ক্ষমতায়নে নারীর অবস্থান বিষয়ক সভা প্রভাষক মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবেক বিশ্বাস। সভায় সম্মানীত আলোচক ছিলেন বটিয়াঘাটা সরকারি কলেজের অধ্যক্ষ অমিতেষ দাশ, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, মোঃ কামরুল ইসলাম, প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, পরিষদের সচিব চিরঞ্জীব রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রমা রাণী মন্ডল, ইউপি সদস্য কিংকর রায়, ইউপি সদস্য লিপিকা জোদ্দার, ইউপি সদস্যা পবিত্র কুমার রায়, ওবায়দুল হক, রূপান্তরের কর্মকর্তা ও প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ টুটুল, নারী কথা প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপ্তি রায়, উপজেলা ফিল্ড অফিসার কল্যানী রায়, নেপালীয়ান কাজল তামাং, দীপক খাতারি প্রমূখ।
Leave a Reply