বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাপাশা ইউনিয়নে প্রকাশ্যে যুবলীগ নেতা শিবু রায় (৩৫), যুবলীগ কর্মী হানিফ শেখ(৪০) ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই সিকদার (৫৫) কে পিটিয়ে আহত করছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে গুরুতর জখমী আহত শিবু রায়কে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বেলা ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রেফার্ড করা হয়েছে। অপর দুজনের মধ্যে হানিফ শেখকে বাগেরহাট সদর হাসপাতাল,ও আব্দুল হাই সিকদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের কাছে বৌলপুর বাজারে এ ঘটনা ঘটে।
৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বোলপুর গ্রামের নিরঞ্জন বিহারের ছেলে জখমী শিবু রায় জানান, তিনি বেলা ১১ টার দিকে বোলপুর বাজারে হানিফ শেখের চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে তার উপরে অতর্কিত হামলা চালায় এলাকার একদল চিহ্নিত দুর্বৃত্তরা। আমাকে উদ্ধার করতে আসলে হামলাকারিয়া আওয়ামী লীগ নেতা আব্দুল হাই শিকদারকেও পিটিয়ে আহত করে।
যুবলীগ নেতা হানিফ শেখ বলেন, তিনি নিজ বাড়ি থেকে সকালে দোকানে যাওয়ার পথিমধ্য একই হামলাকারীরা হামলাকারী ৩ যুবক তাকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। এদিকে এ হামলার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর শঙ্কর কুমার রায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও ঘোড়া প্রতীকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভক্তির জের ধরে এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একের পর এক হামলার ঘটনা ঘটে আসছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। হামলাকারিদের আটকের জন্য অভিযান চলছে। ##
Leave a Reply