পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::খুলনার পাইকগাছায় বঙ্গবন্ধু’র জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অঙ্গিকার ভূমিহীন ও গৃহহীনদের নির্মানাধীন বাসগৃহ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
সোমবার সকালে উপজেলার হরিঢালীতে ৪৫ টা নতুন ঘরের স্থান, কপিলমুনির উঃ সলুয়ায় ৩২ টা ও গদাইপুর ইউনিয়নের বিলপরাণমালী’তে ৪র্থ পর্যায়ের ২য় ধাপের ধাপের প্রথম পর্যায়ে চলমান ৩৬ টি নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন তিনি। তদারকি কালে নবাগত ইউএনও মুহাম্মদ আল আমিন বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গিকার দেশে একটি মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এর অংশ হিসাবে পাইকগাছায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপের ৬৮ টা নির্মাণাধীন গৃহের চলমান কাজের গুণগত মান যাচাই করা এবং সুন্দর ভাবে সম্পন্ন করার তাগিদ দেয়া, খালি ঘর গুলোর খোঁজ নেয়া ও নতুন ঘরের স্থান পরিদর্শন করা হয়েছে ।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, প্যানেল চেয়ারম্যান শংকর কুমার বিশ্বাস, কার্য সহকারী সুমন ও মনির হোসেন খান সহ অনেকে।
Leave a Reply