বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি::বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮ আগষ্ট ২৩) বিকাল ৩ টায় স্থানীয় সুকদাড়া বাজারে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি প্রসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোবিন্দ সরদারের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দিলীপ হালদার। অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বৃহস্পতি রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা পলাশ রায়, অনুপম গোলদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রহমান, বিএম মাসুদ রানা, প্রসাদ চন্দ্র রায়, শাহরুজ্জামান শাহরিয়ার, আলহাজ্ব মোতাহার হোসেন শিমু, মুসফিকুর রহমান সাগর, রুনা লায়লা, মুন্নাফ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান মিজান, অরিন্দম গোলদার, আমিরুল মোমেনিন রানা, শেখ দাউত আলী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মোঃ আহাদ আলী, আসলাম তালুকদার, অধ্যাপক বিদ্যুৎ, সোলায়মান ফরাজি, ভরত মন্ডল।
Leave a Reply