1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

ধর্ষণ মামলার পালাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় ধর্ষণ মামলার পালাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করে থানার উপ-পুলিশ পরিদর্শক সুজিৎ ঘোষ। বৃহষ্পতিবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত ১২ আগষ্ট ধর্ষিতা(৪০) নিজেই বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে মামলা করে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নেয়ার জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুজিৎ ঘোষ জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের আব্দুল মজিদের ছেলে জিয়ারুল গাজী (৪০) তিন বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি মেয়েকে জিয়ারুল বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে আসছে। মেয়েটি বারবার বিয়ের কথা বলে আসছে। কিন্ত সে বিভিন্ন তালবাহানা করে। গত ১১ অক্টবার বিয়ের কথা বললে সে বাড়ি থেকে পালিয়ে যায়। সে কারণে ১২ অক্টবার পাইকগাছা আদালতে জিয়ারুলের নামে ধর্ষণ মামলা করে মেয়েটি। মামলাটি আমলে নেয়ার জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেন। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়। ওই মামলায় পুলিশের উপ -পরিদর্শক সুজিৎ ঘোষ ঢাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews