পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে একটি পরিত্যক্ত ডাক্তারের দোকান থেকে ৭০ বছরের বৃদ্ধার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার রাড়লী ইউনিয়নের কাটিপাড়া বাজারের হোমিও ডাক্তার নিতাই পদ দাশের পরিত্যক্ত দোকান থেকে দূরগন্ধ ছড়ালে স্থানীয়রা ঘরে ঢুকে অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো জন্য প্রস্তুতি চলছে। ঐ ঘরের পিছনের ভাঙ্গা জানালা দিয়ে ঘরের ভেতর সহজে ঢোকার পথ থাকায় সেখান দিয়ে ঢুকতে পারে বলে স্থানীয়রা জানায়। ৬ মাস আগে ডাক্তার নিতাই পদ দাশ মারা যাওয়ায় ঘরটি পরিত্যক্ত আছে। মৃত্যু বৃূ্দ্ধার পরিচয় পাওয়া যায়নি। কয়েকমাস ধরে পাগলি বেশে বৃদ্ধাকে ঘুরে বেড়াতে দেখেছে বাজারের লোকেরা। তবে কি কারণে কবে মারা গেছে কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থলে যেয়ে লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা নিয়েছেন এবং থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানান।
Leave a Reply