ক্রিড়া প্রতিবেদক::অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল এই দুই ম্যাচের সূচি। তবে সেই সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচটি এগিয়ে আনা হয়েছে একদিন। অর্থাৎ ৪ সেপ্টেম্বরের বদলে প্রথম ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর। তবে দ্বিতীয় ম্যাচের সূচি অপরিবর্তিত থাকছে।
কী কারণে এই পরিবর্তন? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘ম্যাচটি ৪ সেপ্টেম্বর হলে ফিফার স্বীকৃতি পাওয়া যেতো না। যে কারণে একদিন এগিয়ে আনা হয়েছে। এরইমধ্যে পুনর্নির্ধারিত শিডিউল অনুমোদন দিয়েছে ফিফা।’
আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচই হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এই দুই ম্যাচ সামনে রেখে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দলের অনুশীলন শুরু হয়েছে গত ২০ আগস্ট। আফগানিস্তানের বিপক্ষে ক্যাম্পের জন্য ৩২ জন ফুটবলার ডেকেছিলেন কোচ।
Leave a Reply