1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

রাজধানীতে চলছে বিএনপির শোভাযাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টান থেকে দিলটির শোভাযাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর শোভাযাত্রা শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন।

শোভাযাত্রাটি নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটর ডেম কলেজ, মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।

এর আগে, শোভাযাত্রায় অংশ নিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা জাতীয় পতাকা, দলীয় পতাকা, বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত শোভাযাত্রায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেকেই উপস্থিত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews