পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন পৌর সদরের খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৌর সদরের মর্ডান বেকারি কে ১০ হাজার এবং হাজী বিরানি হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল এবং পেশকার মোহাম্মদ ইব্রাহিম।
Leave a Reply