পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছা থানা পুলিশ ইঞ্জিন চালিত ভ্রাম্যমান রাইচ মিল চুরির অভিযোগে দুই যুবককে আটক এবং চুরি হওয়া নসিমন সহ রাইচ মিল উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ও প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গড়ইখালী ইউনিয়নের শান্তা গ্রামের মৃত মেছের আলী গাজীর ছেলে হেদায়েত গাজী (৭০) ইঞ্জিন চালিত নসিমন এর ওপর ভ্রাম্যমান রাইচ মিল স্থাপন করে জীবিকা নির্বাহ করে থাকে। ঘটনার দিন বৃহস্পতিবার রাত দশটার দিকে ভ্রাম্যমান রাইচ মিলটি তার বসতঘরের বারান্দায় রেখে ঘুমিয়ে পড়ে। পরে শুক্রবার সকালে উঠে দেখে ভ্রাম্যমাণ রাইচ মিলটি নাই, সেটি রাতের মধ্যে যেকোনো সময় চুরি হয়ে গেছে। এ ঘটনায় হেদায়েত আলী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করে। যার নং ০২, তারিখ ০১/০৯/২০২৩ইং। মামলার এজাহারে সন্দেহজনক হিসাবে ইউনিয়নের শান্তা গ্রামের আসিফ ইকবাল গাইন (২৫), গড়ইখালী গ্রামের নুর ইসলাম ওরফে হৃদয় গাইন (২৪), সামি গাজী (১৯), শুভ গাইন (২২) ও দক্ষিণ কুমখালী গ্রামের মেহেদী হাসান (২৫) এর নাম উল্লেখ করে। থানা পুলিশ শনিবার সকালে এদের মধ্যে মেহেদী হাসান ও সামি গাজীকে নিজ এলাকা থেকে আটক করে। ওসি রফিকুল ইসলাম জানান, আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক শনিবার সকাল পৌনে দশটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফকরাবাদ এলাকা থেকে চুরি হওয়া ইঞ্জিন চালিত নসিমন সহ ভ্রাম্যমান রাইচ মিলটি উদ্ধার করা হয়। আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।
Leave a Reply