বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি::বটিয়াঘাটার সদর ইউনিয়নের হোপলবুনিয়া উত্তর পাড়ার প্রাই ২ থেকে আড়াই শত ফুট ওয়াপদা ভেড়ীবাঁধ পূর্নিমা গোনের জোয়ারের পানি ছাপিয়ে ওয়াপদার ভেতর পানি প্রবেশ করছে।
এতে শত শত বিঘা ফসলী জমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া বসতবাড়ী, গবাদি পশু, সহ নানা প্রকার ক্ষয় ক্ষতির সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।
এলাকা বাসী বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে জানালে চেয়ারম্যান পল্লব বিশ্বাস এর নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবেক বিশ্বাস সরে জমিন পরিদর্শন করে রিং ভেড়ী নির্মাণ করার কাজ শুরু করেছেন। এলাকা বাসী অবিলম্বে পাউবোর মাধ্যমে ওয়াপদা বাধের উপর স্থায়ী ভাবে কাজ করার আহবান জানান।
Leave a Reply