পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, পুলকেশ মন্ডল, শংকর বিশ্বাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ , সাবেক ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার, বিসিআইসি সার ডিলার রামপ্রসাদ পাল, আজহারুল ইসলাম লাভলু, নূর ইসলাম খাঁ ও কৃষক প্রতিনিধি রওশানারা।
সভায় সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রয় এবং প্রতিটি বিক্রয় কেন্দ্রে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
Leave a Reply