1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

বেনাপোলে “বন্ধন-এক্সপ্রেস” ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী ও জর্দা উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি::ভারত থেকে ছেড়ে আসা খুলনা-কলকাতাগামী “বন্ধন-এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ প্রসাধনী ও জর্দা আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ সময় পুলিশ কোন চোরাকারবারীকে আটক করতে পারিনি।

রবিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বন্দরের বিভিন্ন পয়েন্ট থেকে এসব নিষিদ্ধ প্রসাধনী ও জর্দা উদ্ধার করা হয়। তবে “বন্ধন-এক্সপ্রেস”ট্রেনে কোন ভাবেই চোরাচালানি ঠেকাতে পারছে না প্রসাশন।

পুলিশ জানায়, ভারত থেকে ছেড়ে আসা “বন্ধন এক্সপ্রেস” ট্রেনে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ প্রসাধনী ও জর্দা বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার বিভিন্ন প্রসাধনী ও জর্দা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, ভারত থেকে ছেড়ে আসা “বন্ধন-এক্সপ্রেস” ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও জর্দা আটক করা হয়েছে। এ ব্যাপারে ৫ থেকে ৬ জনের নামে থানায় মামলা হয়েছে। আসামীদের আটকে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews