1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোল সিমান্ত থেকে শুল্ক ফাঁকির মালামাল এবং মাদকের চালান আটক সচিব-উপসচিব পর্যায়ে ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মহিলা ইউপি সদস্য ও তার পিতাকে কুপিয়ে জখম বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৩তম শাহাদাত বার্ষিকী পালন মোংলায় বাদাবন সংঘের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন বাগেরহাটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত খুলনার খালিশপুর বাস্তহারায় উচ্ছেদের ঘোষণায় মানববন্ধন মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের ধনপোতা ঢিবিতে প্রতœতাত্ত্বিক খনন শুরু খুলনায় অর্থনৈতিক শুমারি শুরু

কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে সামাজিক নিরাপত্তা সেবার মেলা শুরু

  • প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

পলাশ বাড়ৈ::”সামাজিক নিরাপত্তা কর্মসূচির দর্শন সুবিধা বঞ্চিতদের জীবন মান উন্নয়ন” এই প্রতিপাদ্যে কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে সাতক্ষীরার বাকাল ইসলামপুর বাজুয়াডাঙ্গা ফুটবল মাঠে মোবাইল আউট রিচ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী সামাজিক নিরাপত্তা সেবার মেলা ২০২৩ শুরু হয়েছে।

সোমবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী উপ পরিচালক মোঃ রোকনুজ্জামান।

এর আগে মেলার শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস খুলনা অঞ্চলের প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল।

মেলায় সামাজিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা সম্মানী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সরকারের বিভিন্ন কর্মকান্ড সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দেবার লক্ষ্যে বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

পরে প্রধান অতিথি মেলার সকল স্টল পরিদর্শন করেন ।

মোবাইল প্রকল্পের মাঠ কর্মকর্তা প্রতাপ সেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে মেলায় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা ফতেমা জোহরা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, সাতক্ষীরা পৌরসভা ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী, জিআইজেড সাতক্ষীরার এডভাইজার টেকনিক্যাল মনিটরিং এন্ড কো-অর্ডিনেশন কর্মকর্তা মিস্টার রতন মানিক সরকার সহ অনেকে।
এ সময় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন কারিতাস সাতক্ষীরার মোবাইল আউটডরিচ ফ্যাসিলেটর এলিয়াস তরফদার।

শেষে মেলার দ্বিতীয় অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews