ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::ডুমুরিয়ায় আরআরজিটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলার ধামালিয়া ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকার নিজস্ব অর্থায়নে বাইসাইকেল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক বিএম কামাল হোসেন, পরিচালনা পর্ষদের সভাপতি জনতা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা আলহাজ্ব এসএম গোলাম কুদ্দুস,সহকারী শিক্ষক গাজী হাদিউজ্জামান, সন্ধ্যা বৈরাগী,সুনিত কুমার রায় সহ স্কুলের সকল শিক্ষক কর্মচারী,ছাত্র ছাত্রী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও তিনি এলাকায় একাধিক স্কুল,কলেজ, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেছেন।
Leave a Reply