বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি::আবারো মাথায় ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন নারী ফুটবলার মঙ্গলী বাগচী। সোমবার(৪ সেপ্টেম্বর) দুপুরে প্রচন্ড মাথা ব্যথা অনুভব করলে তাকে তার পরিবার দ্রুত বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিত মল্লিক বলেন, কিছুদিন আগে নারী ফুটবলার মলঙ্গী বাগচী মারধরের ঘটনায় হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে সে সুস্থ হয়ে বাড়িতে চলে যান। এর পর গতকাল সোমবার সে মাথায় ব্যাথা নিয়ে আবারো হাসপাতালে ভর্তি হন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি কিন্ত মাথা ব্যাথা না কমায় তাকে হাসপাতাল কর্তৃপক্ষ সিটি স্কান করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সিটি স্কান রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম বলেন, সংবাদ শুনে নারী ফুটবলার মলঙ্গী বাগচীর খোজখবর নিয়েছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর সঙ্গে কথা বলে সরকারী তত্বাবধানে জরুরীভাবে তাকে খুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান সহ দলীয় নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তি নারী ফুটবলার কে দেখতে যান এবং খোজ খবর নেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই বৃহস্পতিবার নারী ফুটবলারদের হাফ প্যান্ট পরে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় দুর্বিত্ত কতৃক হামলার শিকার হয় নারী ফুটবলার মঙ্লী বাগচী সহ খেলোয়াররা। পরে এ ঘটনায় ৪জনকে আসামী করে বটিয়াঘাটা থানায় মামলা হয়। বর্তমান আসামীরা জেল হাজতে রয়েছে।
Leave a Reply