পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::খুলনার পাইকগাছার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন পবিত্র কুমার দাশ। তিনি রোববার খুলনা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এদিকে মঙ্গলবার দুপুরে যোগদানকৃত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশকে পৃথক পৃথকভাবে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও সংশ্লিষ্ট দপ্তরের সহকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ ও এসডিএফ’এর ক্লাস্টার অফিসার নাসিম আনসারী। উল্লেখ্য, এর আগে পবিত্র কুমার দাশ ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে ২০২২ সালের ৪ জুলাই পর্যন্ত অত্র উপজেলায় কর্মরত ছিলেন। পথিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফরিদপুরের মধুখালীতে বদলী করা হয়। পুনরায় অত্র উপজেলায় যোগদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পবিত্র কুমার দাশকে অভিনন্দন জানিয়েছেন অত্র এলাকার ঘের মালিক, মৎস্য চাষী ও ব্যবসায়ীরা।
Leave a Reply