ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি::খুলনার ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় কালিবাড়ি মঠ মন্দিরে
এসে শেষ হয়। অতঃপর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বিমান চন্দ্র সাহা। প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল,ওসি সেখ কনি মিয়া, চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, সুরঞ্জিত বৈদ্য, সমরেশ মন্ডল,মনোজিত বালা,শোভারানী হালদার, প্রফুল্ল চন্দ্র রায়,
সুকৃতি মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
Leave a Reply