ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::খুলনার ডুমুরিয়ায় ১১ বোতল এ্যালকোহল সহ ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া থানাধীন থুকড়া গ্রামের নজরুল শেখ এর বাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।
সূত্র মতে, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম-সেবা) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এস আই আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। অভিযান পরিচালনাকালে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া থানাধীন থুকড়া গ্রামের নজরুল শেখ এর বাড়ির সামনে রাস্তার উপর থেকে মোঃ আমিনুর মল্লিক (৩০) নামে ১জনকে আটক করা হয়। সে থুকড়া গ্রামের লতিফ মল্লিকের ছেলে বলে জানা গেছে। এ সময় তার দেহ তল্লাশী করে ১১ বোতল এ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এস আই আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।
Leave a Reply