দাকোপ প্রতিনিধি::আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা জাতীয় পার্টির বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা সদর চালনা ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নারায়ন চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং চালনা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার খবর পত্রিকার মুখ্য সম্পাদক মোঃ মামুমুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন তথা (দাকোপ-বটিয়াঘাটা) উপজেলা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুনিল শুভ রায়।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ মোতওয়ালী, দাকোপ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মোল্যা, মোসাদ্দেক হোসেন, শ্যামা প্রসাদ গাইন, মোঃ মিজানুর রহমান এলাহী, মোঃ কামরুল ইসলাম, জিয়াউর রহমান, সাহাদাৎ মোড়ল, অসিম মল্লিক, হুমায়ুন কবীর হীরা, শাওন হাওলাদার, যোগেশ চন্দ্র মৃধা, লুৎফর রহমান, মোশারফ হোসেন লিমন, অমল রায়, দীলিপ মন্ডল, রবিউল শেখ, সোহরাব হোসেন, খোকন সরদার, মোঃ সহিদ সানা, মহাসিন ফরাজী, মোঃ ইমরুল ইসলাম, আবুল হোসেন, মনিরুল ইসলাম মনি,গাজী তরিকুল ইসলাম,মিলন কান্তি বালা, হাসান মাহমুদ, জিহাদ হাওলাদার প্রমুখ। সভা শেষে চালনা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জোনাব আলী গাজীর রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply