বাগেরহাট প্রতিনিধি ::খুলনা- মোংলা মহাসড়কে অফিসিয়াল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোংলা ভিআইপি লাগেজ কোম্পানির প্রোডাকশন ম্যানেজার অনুপম পাল (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর )সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনুপম পাল ফকিরহাট উপজেলার মানসা পালপাড়া গ্রামের চিত্ত রঞ্জন পালের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুপম পাল অন্য সহকর্মিদের সাথে অফিসিয়াল পরিবহন করে খুলনা থেকে মোংলা যাচ্ছিলেন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় পৌছালে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে অনুপম পাল গুরুত্বর আহত হন। সহকর্মিরা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎিসাধিন অবস্থায় তিনি মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply