1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

ডুমুরিয়ায় দুস্কৃতিকারীদের হামলায় মন্দির কমিটির সাবেক সভাপতি আহত

  • প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি::ডুমুরিয়ায় জন্মাষ্টমীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারীদের হামলায় মন্দির কমিটির সাবেক সভাপতি আহত হয়েছে। আহত তুষার কবিরাজ ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গুটুদিয়া মঠ আশ্রমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গুটুদিয়া মঠ আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে তুচ্ছ ঘটনার প্রতিবাদে পরদিন শুক্রবার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করে মন্দির কমিটি। কমিটির সভাপতি পিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডলের বক্তব্যের শেষে অতর্কিত ভাবে মন্দিরের সাবেক সভাপতি তুষার কবিরাজ (৫৩) কে হামলা করে আহত করে কতিপয় দুস্কৃতিকারী। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। আহত তুষার কবিরাজ জানান,মঠ আশ্রমে কমিটি নিয়ে নানা কারণে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জের ধরে তিমির রায়,অসিত মন্ডল, গোবিন্দ সরকার, শেখর মন্ডল, দেবাশীষ মন্ডল ও পিন্টু বিশ্বাস ঘটনার দিন আমাকে অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। ঘটনা প্রসঙ্গে আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আমার বক্তব্য শেষে একটি হট্টগোল শুনতে পেয়ে আমি তড়িঘড়ি স্থান ত্যাগ করি,পরে কি হয়েছে জানি না। কমিটির সভাপতি পিন্টু বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মঠ আশ্রম কেন্দ্রিক পূর্ব একটা সমস্যা আছে তারই জের ধরে সভা চলাকালীন তুষার কবিরাজ কে মারপিটের ঘটনা ঘটেছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews