1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

পাইকগাছায় চেতনা নাশক স্প্রে করে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে

  • প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি:;খুলনার পাইকগাছায় চেতনা নাশক স্প্রে করে একের পর বাড়িতে চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার রাতে উপজেলার সদর গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের বিকাশ ঘোষর (৫৩) বাড়িতে চেতনা নাশক স্প্রেতে অজ্ঞান করে তার নগদ টাকা,গহনাসহ ঘরের দামী জিনিস চুরি করেছে দুর্বৃত্তরা। তিনি পাইকগাছা পৌরসভায় চাকুরি করেন।শনিবার সকাল ১০ টা পর্যন্ত তার কোন সাড়া না পেয়ে পাশের লোকজন ডাকাডাকি করলে ঘর থেকে ঘোগানির মতন শব্দ বের হয়। ঘরে তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তার ঘরের বারান্দার গ্রীল ও দরজার তালা ভেঙ্গে চেতনা নাশক স্প্রেতে অজ্ঞান করে চুরি করেছে বলে ধারণা করছে প্রতিবেশিরা। তিন দিন আগে তার পাশের ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে।

থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, এস আই আনজির ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৭ সেপ্টেম্বর বুধবার রাতে রাড়ূলীতে চেতনা নাশক স্প্রে করে একই পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব চুরি করেছে দুর্বৃত্তরা। চেতনা নাশক স্প্রে করে একের পর এক বাড়িতে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।খুব তাড়াতাড়ি এই চেতনা নাশক স্প্রে করা চোর চক্রটিকে আটক করার চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews