পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় পানি উদ্যোক্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে ব্র্যাক ওয়াশ সেভ ওয়াটার ফর অল প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও ওয়াশ প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল গফুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক শিপ্রা বিশ্বাস। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, প্রধান শিক্ষক, রহিমা আক্তার শম্পা, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও কাকুলী বিশ্বাস। বক্তব্য রাখেন, ব্র্যাক ওয়াশ প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার রফিকুল ইসলাম, রেজাউল করিম ও টিবি প্রোগ্রামের অর্গানাইজার ইউনুস হোসেন। কর্মশালায় এলাকার বিভিন্ন পানি উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Leave a Reply