মোঃ জাহিদুল ইসলাম ::কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের আওতায় বস্তি এলাকার ঝুঁকিপূর্ণ জনগণের জীবন যাত্রার মান উন্নয়নের একটি প্রচেষ্টা শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে নয়টায় কারিতাস খুলনা অঞ্চলের বিশপ মাইকেল এডি রোজারিও কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধনী ঘোষণা ও প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, জিআইজেড বাংলাদেশের (ইউ এম আই এম সি) (সি ইউ এম এম এল) এ্যডভাইজার আন্তনিয়া ব্রিল, জিআইজেড এর এডভাইজার মনিটরিং এন্ড টেকনিক্যাল কো-অর্ডিনেশন মোঃ আতিয়ার রহমান ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস খুলনাঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাসের পক্ষে কর্মসূচি কর্মকর্তা (ডিএম) আলবিনোনাথ। সমাজসেবা কার্যালয় খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন, মহিলা উন্নয়ন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক হাসনা হেনা ।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কমিউনিটি ফ্যাসিলেটর সোশ্যাল ল্যাব প্রকল্পের রেবেকা স্নিগ্ধা বাড়ৈ ও বনি অধিকারীর সার্বিক সহযোগিতায় সেমিনারে আগত সকলকে নিয়ে বিগত সময়ের কাজের মূল্যায়নে দলীয় কাজ উপস্থাপন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রঞ্জন নিকোলাস বৈদ্য।
Leave a Reply