1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

পাইকগাছায় ১ মাসে ২৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত

  • প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বুধবার সকালে চাঁদখালি ইউনিয়নের ধামরাইল গ্রামের জুবায়ের (১২) নামে এক ডেঙ্গু রুগী ভর্তি হয়েছে। এ নিয়ে গত ২৭ দিনে ২৪ জন ডেঙ্গু রুগি সনাক্ত হয়েছে, তারমধ্যে ১ জনের ডেঙ্গু সহ থাইরয়েড, হার্টের সমস্যা নিয়ে মৃত্যু হয়েছে। গত ১৫ আগষ্ট হত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পাইকগাছা স্বাস্থ্যকমপ্লেক্সে জ্বর নিয়ে রোগী ভর্তি হয়েছে ৮২ জন। তার মধ্যে ২৪ জন রোগীর ডেঙ্গু সনাক্ত হয়েছে। ডেঙ্গু রোগে সনাক্তরা হলেন, গত ১৬ আগষ্ট থেকে -গদাইপুর ইউনিয়নের গীতারানী (৭০) নামে এক নারী ভর্তি হয় স্বাস্থ্যকমপ্লেক্সে। সে ২৩ অক্টোবর মারা যায়। ডেঙ্গু আক্রান্ত অন্যরা হলেন, উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুরের জামেলা বেগম (৫৫), গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মামুন (৩০), কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের জাহিন (৭), জাবিন (১২), চাঁদখালী ইউনিয়নের আমির আলী (২০), সোলাদানা ইউনিয়নে ভ্যকট মারী গ্রামের শারমীন (২২), বেতবুনিয়ার জয়নাব (৩৪), হরিঢালী ইউনিয়নের রহিমপুর গ্রামের সাকিব (২০), লতিফা (৩৭), কপিলমুনি ইউনিয়নের শিলেমানপুর গ্রামের আহাদ আলী (৪০), রেজাকপুর গ্রামের মফিজুল (৩৫), রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়ার মতিয়ার (২০), লস্কর ইউনিয়নের মিজানুর (৪৮), সুভদ্রা (৮০), গড়ুইখালী ইউনিয়নের আবু তাহের (৩০)। রানা মন্ডল (২৪) হরিঢালী। জোৎস্না (৩৫) রামনগর। নাজমা বেগম (৩০) হরিঢালী। রেবেকা (৪৫) কাশিমনগর। পারুল(৪০) হরিঢালী। তৈয়বুর (২৭) পাইকগাছা পৌরসভার সরল, নাজমুল (২৪) মালত, জুবায়ের (১২) ধামরাইল, তারা কেহ কেহ উন্নত চিকিৎসার জন্য খুলনায় চলে গেছে অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতীশ চন্দ্র গোলদার জানান, জ্বর নিয়ে ভর্তি হলে তাকে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। যাদের ডেঙ্গুরোগ সনাক্ত হচ্ছে তাদেরকে আলাদা ওয়ার্ডে সেবা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews