বটিয়াঘাটা( খুলনা)প্রতিনিধি ::মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকা থেকে সিআর মামলার আসামি মোঃ নবীর মোল্লা এর স্ত্রী লাইজু বেগম (৩৭)কে তার বাড়ি থেকে রাতে আটক করে বটিয়াঘাটা থানা পুলিশ।
থানার এসআই মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে সংগীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন। সূত্রে প্রকাশ,সি আর ৯৩/২০২০ (বটিয়াঘাটা) আসামিকে এন আই এ্যাক্টঃ ১৩৮ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় তাকে দোষী সাবস্ত্য করে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং চার লক্ষ টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত
Leave a Reply