1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::বিশ্বব্যাপী আজ ১৫ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ দিবস উপলক্ষ্যে বিশেষ বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বর্তমানে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। আর এই গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার— স্থিতিস্থাপক, সর্বব্যাপী এবং শান্তিপূর্ণ সমাজের স্তম্ভ। এগুলো স্বাধীনতা, উন্নয়ন এবং সকল মানুষের অধিকার রক্ষা ও সমুন্নত রাখতে সহায়তা করে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে, আমরা সমাজের প্রতি গণতন্ত্রের প্রতিশ্রুতির বিষয়টি উদযাপন করছি— এবং গণতন্ত্র যে এই কঠিন ও উত্তেজনাকর সময়ের মধ্যে হুমকির মুখে আছে সেটি স্বীকার করে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এসব বাধা সামাজিক স্থানগুলো রুদ্ধ করে দিচ্ছে। ভুল এবং বিভ্রান্তিকর তথ্য সামাজিক ক্ষেত্রগুলো বিষাক্ত করছে, সমাজে বিভক্তি এবং সামাজিক প্রতিষ্ঠানে ওপর যে বিশ্বাস রয়েছে সেটির ক্ষতি করছে।’

আন্তোনিও গুতেরেস আরও বলেন,‘গণতন্ত্র দিবসের এ বছরের প্রতিপাদ্য হলো— পরবর্তী প্রজন্মকে শক্তিশালী করা— আজ ও আগামী দিনের গণতন্ত্রকে রক্ষায় শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর নজর দেওয়া।’

তিনি আরও বলেন, ‘শিশু ও তরুণদের মতামত শোনার ক্ষেত্রে এটি পর্যাপ্ত নয়। শিক্ষায় বিপুল বিনিয়োগের মাধ্যমে, স্কিল বাড়িয়ে এবং দীর্ঘমেয়াদি শিক্ষার মাধ্যমে আমাদের তাদের সমর্থন দিতে হবে। আমাদের মানবাধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে। এছাড়া সিদ্ধান্ত নেওয়ার প্রতিটি ক্ষেত্রে আমাদের তরুণদের আরও বেশি যুক্ত করতে হবে। এই গুরুত্বপূর্ণ দিনে, চলুন নতুন প্রজন্মের সাথে আমরা যুক্ত হই এবং সবার জন্য সমতাপূর্ণ পৃথিবী গড়তে কাজ করি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews