পলাশ বাড়ৈ::কারিতাস সাতক্ষীরা খুলনা অঞ্চলের আয়োজনে কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের আওতায় বস্তি এলাকার ঝুঁকিপূর্ণ জনগণের জীবন যাত্রার মান উন্নয়নের একটি প্রচেষ্টা শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা খ্রিস্টান মিশন হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন, পৌর প্যানেল মেয়র -২ আনোয়ার হোসেন মিলন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস খুলনাঞ্চলের প্রজেক্ট কো-অর্ডিনেটর বিএমজেড’র প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, জিআইজেড বাংলাদেশের (ইউ এম আই এম সি) (সি ইউ এম এম এল) এ্যডভাইজার আন্তনিয়া ব্রিল, জিআইজেড এর এডভাইজার মনিটরিং এন্ড টেকনিক্যাল কো-অর্ডিনেশন রতন মানিক সরকার,সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান,মহিলা বিষয়ক উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম কর্মকর্তা ফতেমা জোহরা, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনিকা প্রমুখ।
এ সময় প্রকল্পের কার্যক্রমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সোশ্যাল ল্যাব প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটর রবিন গাইন।
শেষে আগত সকলকে নিয়ে বিগত সময়ের কাজের মূল্যায়নে দলীয় কাজ উপস্থাপন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply