ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫(ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃণাল কান্তি জোদ্দার’র সাথে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে খর্ণিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে খর্ণিয়া ইউনিয়নবাসির আয়োজনে আয়োজিত আলোচনা সভা সমাবেশে পরিনত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিক। সমাবেশে প্রধান অতিথি প্রকৌশলী মৃণাল কান্তি জোদ্দার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক বক্তৃতা করেন। উপজেলা যুবলীগ নেতা রাজিবুল বারী সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা প্রণব কুমার ঘোষ, যুবলীগ নেতা আশরাফুল আলম রাজু, শেখ ফজলুল হক লাভলু, শেখ রবিউল আলম, এস জাহাবুর রহমান, শেখ মহসিন,শেখ মাসুদ রানা, মাহাবুব আলম খালেদ, খান চঞ্চল আহমেদ, সরদার শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরদার, বাবলু বিশ্বাস, বিলাস মল্লিক, মাসুদ সরদার প্রমূখ।
Leave a Reply