বাগেরহাট প্রতিনিধি::বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলার ক্রিকেটার রুবেল হোসেনের বাবা ব্যবসায়ি সিদ্দিকুর রহমান (৭৬) মারা গেছেন। ( ইন্নালিল্লাহি —- রাজিউন )। আজ (রবিবার) সকাল সাড়ে ৮টায় বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকায় নিজ বাড়ীতে তিনি মৃত্যবরণ করেন। এক বছর আগে ক্রিকেটার রুবেলের বাবা স্ট্রোক করে শরীরের বাম অংশ প্যারালাইসড হয়ে যায়। এরমধ্যে গত জুলাই মাসে তৃতীয়বারের মতো স্ট্রোক করে নিজ বাড়ীতে শয্যশায়ী ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ্য থাকার পর অবশেষে রবিবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ক্রিকেটার রুবেল হোসেনসহ তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ (রবিবার) বাদ আছর বাগেরহাট শহরের বাসাবাটি-দড়াটানা পৌরপার্কে নামাজে জানাজা শেষে মরহুমের অসিয়াত মতে সরুই সরকারী কবরস্থনে তাকে দাফন করা হবে।
বাবা’র মৃত্যুর খবর পেয়ে রুবেল হোসেন ঢাকা থেকে দুপুরে বাগেরহাটে ছুটে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেন সবার কাছে তারা বাবা’র জন্য দোয়া চেয়েছেন।
Leave a Reply