পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি::খুলনার পাইকগাছা লস্কর ইউপি চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা প্রতিবন্ধী অভিভাবক খ্যাত কে এম আরিফুজ্জামান তুহিন মেধাবী প্রতিবন্ধী ছাত্র কে হুইল চেয়ার প্রদান করেন।রাসেল উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটি গ্রামের সাজ্জাদ মোড়লের ছেলে ও পাইকগাছা কেন্দ্রীয় আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।
রবিবার বিকালে উপজেলা জাতীয় স্থানীয় সরকার দিবস অনুষ্ঠান শেষে রাসেলের হুইল চেয়ার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য এস এম মোজাফর হোসেন,জি এম তাজউদ্দীন মোঃ জাহাঙ্গীর আলম সানা,মোঃ রফিকুল ইসলাম, পরমান্দ্র কুমার সানা,অরবিন্দু কুমার মন্ডল, দীলিপ কুমার মন্ডল, অরুনা বেগম,মর্জিনা বেগম, অঞ্জলী রানী ঢালী,ইউপি সচিব ফয়সাল কবির,শিবুপদ, আছাফুর রহমান, সাদিকুর রহমান, মোঃ রবিউল ঢালী,আশুতোষ কুমার সানা,মোস্তফা সানা,ওআবুল কালাম আজাদ।
ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন দীর্ঘদিন ধরে অসহায় প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতা করে আসছেন। তিনি প্রতিবন্ধী পা-লাগানো,ঘর বাড়ী তৈরি,লেখা পড়ার সহযোগিতা, সহ উপজেলার গন্ডি পেরিয়ে,সাতক্ষীরা জেলা,খুলনা, বাগেরহাট উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় প্রতিবন্ধীদের পাশে থাকেন প্রতিবন্ধীদের অভিভাবক খ্যাত বার বার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন।
Leave a Reply