পলাশ বাড়ৈ::কারিতাস সাতক্ষীরা খুলনা অঞ্চলের আয়োজনে এবং ইউএমআইএমসিসি /ইউএমএমএল প্রকল্পের সহযোগিতায় মোবাইল আউটরিচ প্রকল্পের”প্রকল্প সমাপনী” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের আল বারাকা কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারি সকল সেবা নিশ্চিত করতে কারিতাস বাংলাদেশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আগামীতেও কারিতাস তাদের এসব কার্যক্রমের সাথে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এমনই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপ-সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান,শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচি কর্মকর্তা ফাতেমা জোহরা সহ পৌর কাউন্সিলর বৃন্দরা। অনুষ্ঠান ও সঞ্চালনায় ছিলেন মোবাইল আউটডরিচ প্রকল্পের ফেসিলেটর প্রতাপ কুমার সেন।
Leave a Reply