বাগেরহাট প্রতিনিধি ::বাগেরহাটে রালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যা লী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যা লীটি পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্থানীয় সরকার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় সরকারের প্রতিনিধিগণ সব সময় জনগণের কল্যানে কাজ করে। দেশের নাগরিকদের উন্নয়নে স্থানীয় সরকারের প্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।
Leave a Reply