পলাশ বাড়ৈ: কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে গতকাল ২০ সেপ্টেম্বর, বুধবার বিএমজেড-ডিআরআর-সিসিএ প্রকল্পের উদ্যোগে কারিতাস খুলনা আঞ্চলিক অফিসের হলরুমে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে শহরের বস্তিবাসির সংযোগ স্থাপন শীর্ষক এক সভার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন রবার্ট সি. ফলিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক, কারিতাস ক্ষুদ্র ঋণ কার্যক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মোতাহার হোসেন, উপ-পরিচালক, সমাজসেবা কার্যালয়, খুলনা; হাসনা হেনা, উপ-পরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর; মো: মোস্তাক উদ্দিন, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর; বিক্রম দাশ, উপ-সহকারী প্রকৌশলী, খুলনা ওয়াসা; মো: আরিফ হোসেন মিঠু ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর এবং মো: মাহফুজুর রহমান ওয়ার্ড কাউন্সিলর, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর একই সাথে উপস্থিত ছিলেন মো: আনিচুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, খুলনা জেলা। অন্যান্য অতিথি বৃন্দের মধ্যে ছিলেন ০৯, ২১, ২২ এবং ৩১ নং এসডিএনসি কমিটির সভাপতি, সহ-সভাপতি ও ৪টি ওয়ার্ড থেকে থেকে ০৭ জন করে উপকারভোগী। এছাড়াও প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল, মিল সমন্বয়কারী মো: ইব্রহিম হোসেন, মাঠ কর্মকর্তা রঞ্জন নিকোলাস বৈদ্য এবং প্রকল্পের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এই কর্মসূচীর উদ্দেশ্য ছিলো বস্তির ৫০০-অভিবাসী লোকের নিজ নিজ সরকার ও স্থানীয় সরকার কার্যালয়, এনজিও এবং বেসরকারী সংস্থাগুলি থেকে মৌলিক সহায়তা এবং পরিসেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা। এসব সেবাগুলোর মধ্যে রয়েছে বস্তিবাসির অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যক্তি বা পারিবারিক পর্যায়ের উন্নয়নের জন্য বিভিন্ন সেবা যেমন: বস্তির জলাবদ্ধতা দুর করার জন্য উন্নত ড্রেনেজ সিস্টেম নির্মাণ, পানি ও পয়:নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি সুবিধাগুলোর প্রাপত্য নিশ্চিতকরণ ও সহজিকরণ।
এসব বিষয়ে উপস্থিত সরকারী ও বেসকারী কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের সেবাগুলো সম্পর্কে সন্মানিত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি খান মো: মোতাহার হোসেন তার বক্তব্যে বলেন, সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন সেবাগুলো সম্পর্কে বলেন। তিনি বলেন এসব সেবার বেশীরভাগ এখন অনলাইনে আবেদন করা যাচ্ছে ফলে আবেদন করাটি এখন সহজ হয়েছে। এরপর অংশগ্রহণকারীদের নিয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয় এবং পরিশেষে সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে সভা শেষ হয়।
Leave a Reply