1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

ঢাবির লিফটে এক ছাত্রীকে যৌন হয়রানি করেছে নির্মাণ শ্রমিক!

  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

ঢাকা অফিস:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের লিফটে এক নির্মাণ শ্রমিক কতৃক যৌন হয়রানির শিকার হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী।

জানা যায়,আজ ২০ সেপ্টেম্বর (২০২৩) বুধবার দুপুর আড়াইটার দিকে বিভাগের সেমিনার কক্ষে যাওয়ার জন্য মোকাররম হোসেন ভবনের শিক্ষার্থীদের

লিফটে উঠেন ঐ শিক্ষার্থী। এসময় তার সাথে লিফটে উঠেন মোকাররম ভবনের সংস্কারে নিয়োজিত এক শ্রমিক। লিফটে মেয়েটি কে একা পেয়ে তাকে জড়িয়ে ধরে অভিযুক্ত শ্রমিক । মেয়েটিকে লিফট থেকে বের হততে বাধা দেয়। তখন ভুক্তভোগী শিক্ষার্থীর চিৎকার শুনে অন্য শিক্ষার্থীরা এসে তাকে উদ্ধার করে বিভাগের অফিসে নিয়ে যান ‌। শিক্ষার্থীরা নির্মাণ শ্রমিক কে আটক করে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুপ্রিয়া সাহার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রক্টর অফিসে খবর দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা এসে অভিযুক্ত শ্রমিককে নিয়ে যায়।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুপ্রিয়া সাহা জানান,

আমরা প্রক্টর অফিসে খবর দিয়ে ঐ শ্রমিক কে তাদের হাতে তুলে দিয়েছি। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশে অনিচ্ছুক আমরা। ঘটনার তদন্ত চলছে।

তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিভাগের চেয়ারম্যান এবং প্রক্টর ভুক্তভোগী শিক্ষার্থী এবং অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশে অনিচ্ছুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews