বাগেরহাট প্রতিনিধি ::রুখবো দুর্নীতি গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ এই লক্ষকে সামনে রেখে বাগেরহাটে দুর্নীতি বিরোধী গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। (২০ সেপ্টেম্বর) বুধবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোঃ মাহবুব হোসেন। বাগেরহাটের জেলা প্রশাসকের সঞ্চালনায় এই গনশুনানীতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সহকারী পরিচালক মোঃ আকতার হোসেন।জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর আলম,পুলিশ সুপার কে এম আরিফুল হক সহ অন্যান্যরা।বাগেরহাটের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের দপ্তর প্রধান গন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। এই গনশুনানীতে অভিযোগকারী, অভিযুক্তরা উপস্হিত থেকে স্ব-স্ব পক্ষে তাদের বক্তব্য উপস্হাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে সচিব মাহবুব হোসেন বলেন দুর্নীতি বন্ধে আমাদের সকলের সচেতনতা ও পারস্পরিক সহযোগীতা একান্ত দরকার। দুর্নিতী দমন কমিশনের এই আয়োজনে বাগেরহাটবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বলেও মনে করেন সচিব মাহবুব হোসেন।
Leave a Reply