পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছে পাইকগাছা উপজেলা প্রশাসন। সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে জোরদার করেছেন নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা। অনিয়ম দেখলেই নিচ্ছেন আইনগত ব্যবস্থা, পাশাপাশি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে তাদেরকে দিচ্ছেন বিভিন্ন ধরনের দিকনির্দেশনা। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মধ্যে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল। এদিকে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাণিজ্য এলাকা পাইকগাছার কপিলমুনি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় ও মূল্যতালিকা না থাকায় ৩ ব্যবসায়ী কে ৭ হাজার টাকা জরিমানা এবং আবুল বাশার গাজী(৫৮) নামে এক মুরগী ব্যবসায়ী কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২’শ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাধ্যতামূলক মূল্য তালিকা প্রদর্শন, সরকার নির্ধারিত মূল্যে আলু, পেয়াজ, ও ডিম সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য সতর্ক করার পাশাপাশি ব্যবসায়ীদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
Leave a Reply