বাগেরহাট প্রতিনিধি::জনপ্রিয় সংবাদ মাধ্যম বাগেরহাট টোয়েন্টি ফোর ডট কম নিউজ পোর্টালের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ( ১৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এসময়, আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, এ্যাড. ফকির নওশেরুজ্জামান লালন, সাংবাদিক শেখ আহসানুল করিম, আলী আকবর টুটল, এইচ এম মইনুল ইসলাম, কাজী সাইদুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে বাগেরহাট২৪ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত করা হয়।
সভায় বাক্তারা বলেন, বাগেরহাট জেলার সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম বাগেরহাট টুয়েন্টি ফোর নিউজ পল্টনের ৭ম বছরে পা রেখেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এ অনলাইন পত্রিকাটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরা শুধু সংবাদই প্রকাশ করেনা, মানুষের কল্যাণেও কাজ করে। এর সাফল্য অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
Leave a Reply