পলাশ বাড়ৈ::কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে মোবাইল আউটরিচ প্রকল্পের আওতায় “বস্তি এলাকার ঝুঁকিপূর্ণ জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন প্রচেষ্টা শীর্ষক” প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেন। কারিতাস খুলনাঞ্চলের প্রজেক্ট কো-অর্ডিনেটর ও প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,জিআইজেড এর এডভাইজার মনিটরিং এন্ড টেকনিক্যাল কো-অর্ডিনেশন মোঃ আতিয়ার রহমান, মোবাইল আউটরিচ প্রকল্পের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দিন, সহ উপ-পরিচালক মোঃ আয়নাল হক,জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক হাসনাহেনা, শহর সমাজসেবা কর্মকর্তা আবিদা সুলতানা, রাকিবুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সিডিসি কমিউনিটি স্বেচ্ছাসেবক দল। কর্মশালা পরিচালনা করেন মোবাইল আউটরিচ ফেসিলেটর রেনাতা মিস্ত্রি।
Leave a Reply