পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় ১৫৫ টি মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৫৫ টি মন্দিরে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ-এর পাইকগাছা উপজেলা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিৎ করেছে। আগামী ২০ অক্টোবর হতে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবছর দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে যাতে পালিত হয় সে ব্যাপারে সংগঠন-এর পক্ষ থেকে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। জানা গেছে পাইকগাছা পৌরসভায় ৬ টি, হরিঢালী ইউনিয়নে ১৯ টি, কপিলমুনি ইউনিয়নে ১৯ টি, লতা ইউনিয়নে ১৪ টি, দেলুটি ইউনিয়নে ১৫ টি, সোলাদানা ইউনিয়নে ১২ টি, লস্কর ইউনিয়নে ১৭ টি, গদাইপুর ইউনিয়নে ৫ টি, রাডুলী ইউনিয়নে ২২ টি, চাঁদখালী ইউনিয়নে ১৩ টি ও গড়ইখালী ইউনিয়নে ১৩ টি সর্বমোট উপজেলায় ১৫৫ টি মন্দিরে দুর্গা উৎসব উদযাপিত হবে বলে পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানিয়েছেন। ইতিমধ্যে সকল তালিকা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।
Leave a Reply