বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি::বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর প্রথম পর্যয়ে ৬০ ঘর উপকার ভোগী পরিবারের প্রধানদের মাঝে লটারির মাধ্যমে বিতরণ করা হয়।
এ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পে এক সভা রবিবার বেলা ১২ টায় সদর ইউপির চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিবেক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ ইবনে মাসূদ আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে রমা মন্ডল, ওবায়দুল হক, হিমাংশু সরকার, মিলন বৈরাগী, প্রমূখ।
Leave a Reply