দাকোপ প্রতিনিধি::দাকোপে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর বকেয়া ঋণ মওকুফ সংক্রান্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিয়োদ্ধা ভবনে এ গণশুনানীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী এর সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি বক্তৃতা করেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মউদুদউর রশীদ সফদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, পিডিবিএফ এর খুলনা অঞ্চলের উপ-পরিচালক অসীম কুমার শিকদার। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন জ্যোতি চক্রবর্তী প্রমুখ। গণশুনানী অনুষ্ঠানে ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ২২৩ জন গ্রাহকের নিকট ২০ লক্ষ ৬৬ হাজার টাকা পাওনা বকেয়া সোলার ঋণ মওকুফ এর সিদ্ধান্ত গ্রহন করেন।