অরুন দেবনাথ, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি::খুলনার ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে নিজস্ব অর্থায়নে নব নির্মিত ডক্টর এস কে বাকার টেকনিক্যাল ভবনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমেরিকার প্রখ্যাত ফার্মাসিটিক্যাল বিজ্ঞানী ধামালিয়া ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী ডক্টর শামসুল করিম
বাকার। এর আগে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ ও শিক্ষার্থীরা রাস্তায় দীর্ঘ লাইন দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ক্লিনিকের পরিচালক হরিদাস মন্ডল। সহকারী শিক্ষক মোস্তাক আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জহুরুল হক, প্রধান শিক্ষক হালিমা খাতুন, মৃণাল কান্তি রায়, জিএম আরজান আলী,প্রতাপ চন্দ্র বৈরাগী,এমএম ওজেদ আলী,বিএম বাবুল আক্তার, হাফিজুর রহমান সাগর, পরিতোষ কুমার বিশ্বাস, মোঃ শহিদুল ইসলাম,শুভংকর মজুমদার, আশিকুর রহমান, টিএম তারেক রহমান, মাওলানা হাবিবুর রহমান, মোঃ আরিফ সরদার, পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী ছাদিয়া ইসলাম ও সিয়াম গাজী।
Leave a Reply