দাকোপ প্রতিনিধি::দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ও ডিসিএফ এর যৌথ উদ্যোগে ডিআইডিআরএম (Disabled Inclusive Disaster Risk Management) প্রকল্পের আওতায় সিবিএম গ্লোবাল এর আর্থিক সহায়তায় সংযোগ নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
(২৭ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোহিত লাল রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সিনিয়র পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন জ্যোতি চক্রবর্তী, উপজেলা মেরীন এন্ড ফিসারীজ অফিসার বিপুল কুমার দাস, উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক শহিদুল ইসলাম, দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল। সভায় স্বাগত বক্তৃতা প্রকল্পের ডিআইডিআরআর অফিসার জলন্ত ত্রিপুরা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকল্পের সিএফ প্রকাশ রায়, প্রীতিলতা সরকার, তিথি রায়সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও সাংবাদিক বৃন্দ। সভাটি পরিচালনা করেন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটর সুদীপ সরকার।
Leave a Reply