বেনাপোল প্রতিনিধি::বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বন্দর নগরী বেনাপোলে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এক বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও আনন্দ মিছিল বের করে।এ সময় ৭৭ টি কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এর নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে সোনালী ব্যাংকের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দুস্থ অসহায় ৭৭ টি গরিব পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন করেন সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
এ সময় নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন’ শ্লোগানে আনন্দ মিছিলটিকে মুখরিত করে তোলে।
এ সময় র্যালিতে অংশ নেয় বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক খোদাবক্স, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার সরদার, শার্শা উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুজ্জামান বিটন, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বিপুল, শার্শা উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতা আমিনুর রহমান, জাকির হোসেন আলম, বেনাপোল পৌর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা রুহুল কুদ্দুস, মোজাফফার হোসেন, বেনাপোল পৌরর সাবেক প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, সাবেক কমিশনার রাশেদ আলী, মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক শারমীন সুলতানা, যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply